কিছুদিনের মধ্যে পুতিনবিরোধী নেতা নাভালনির ‘মৃত্যু হতে পারে’, আশঙ্কা চিকিৎসকদের

এনটিভি রাশিয়া প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০৮:০৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির (৪৪) চিকিৎসার ব্যবস্থা না নিলে কয়েকদিনের মধ্যে তাঁর মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।


রক্ত পরীক্ষার ফলাফল দেখে চিকিৎসকেরা বলেছেন, যেকোনো সময় নাভালনির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে অথবা কিডনি বিকল হয়ে যেতে পারে।


প্রচণ্ড পিঠের ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন নাভালনি। এর চিকিৎসার জন্য তিনি কারাবন্দি অবস্থায় গত ১৮ দিন ধরে অনশন পালন করছেন। নাভালনির স্ত্রী ইউলিয়ার বরাত দিয়ে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, অনশনের শুরু থেকে এ পর্যন্ত নাভালনির ওজন ৭৬ কেজি থেকে ৯ কেজি কমে গেছে।


 




 


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও