![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F04%2F18%2Fbagerhat_fire.jpg%3Fitok%3DlOcXDuaU)
বাগেরহাটে বেকারির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
বাগেরহাট শহরের কচুয়াপট্টি এলাকায় একটি বেকারির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সুমন বেকারি নামের ওই কারখানায় গতকাল শনিবার রাত সাড়ে ১১টার এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- বেকারি