
লকডাউনে ব্রাহ্মণবাড়িয়ায় টিকা নিতে উপচেপড়া ভিড়
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চলছে লকডাউন। এরইমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় করোনার টিকা নিতে আগ্রহী সংখ্যা বাড়ছে। এতে টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। বেশিরভাগের মুখে মাস্ক থাকলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এর থেকে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহর দেয়া তথ্য অনুযায়ী, এদিন জেলার ৯টি উপজেলায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ হাজার ৫৩৭ জন। এরমধ্যে সদরে ৯১২ জন, কসবায় ১৬০ জন, নাসিরনগরে ৭৬ জন, বিজয়নগরে ১২৬ জন, বাঞ্ছারামপুরে ৪৯ জন, নবীনগরে ২৮১ জন, সরাইলে ৩৪০ জন, আখাউড়ায় ২৬২ জন ও আশুগঞ্জে ৩৩১ জন। এছাড়াও শনিবার প্রথম ধাপের ভেকসিন নিয়েছেন ১৬১ জন।