দোলাচলে 'ভ্যাকসিন পাসপোর্ট'!
বৈশ্বিক মহামারি বা পেন্ডেমিকের আবহে অনেক নতুন নতুন শব্দ এসে যুক্ত হয়েছে বিশ্ববাসীর দৈনন্দিন কথোপকথনে। করোনা, কোভিড-১৯, ভাইরাসের হাতে হাত ধরে এসেছে ভ্যাকসিন, পৃথিবীর মানুষকে মুক্তির দিশা দেখাচ্ছে। তেমনি একটি নতুন শব্দ হলো 'ভ্যাকসিন পাসপোর্ট', যা নিয়ে জগতময় তৈরি হয়েছে আশা ও নিরাশার দোলাচল!
সর্বসাম্প্রতিক তথ্যানুযায়ী, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন উদ্বেগ বাড়ালেও ভ্যাকসিন বা প্রতিষেধকের প্রয়োগ অনেকটা নিশ্চিন্ত করেছে। আর এই সময়ে নতুন করে আন্তর্জাতিক পর্যটন শুরু করার পরিকল্পনা করছে প্রতিটি দেশ। তবে প্রতিষেধক না নিলে সীমান্ত পেরনো সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে সকলে। আর এই পরিস্থিতিতেই পাসপোর্ট অথরিটিগুলোকে বিশেষ 'ভ্যাকসিন পাসপোর্ট' তৈরির নির্দেশও দেওয়া হয়েছে কোনো কোনো দেশে। তবে তা কতদূর কার্যকর হবে, তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক, অনিশ্চয়তা ও দোলাচল।