You have reached your daily news limit

Please log in to continue


ভালো ও মন্দ কাজের পরিণাম সম্পর্কে কুরআনের নির্দেশনা কী?

ভালো কাজের সাওয়াব ১০ গুণ। কিন্তু মন্দ কাজের প্রতিদান তা-ই পাবে, যা সে করবে। আল্লাহ তাআলা বান্দার প্রতি এতবেশি দয়ালু যে, তিনি বান্দাকে ভালো কজে ১০গুণ সাওয়াব দেন আর মন্দ কাজ যা হবে তার পরিণামও সমান। পঞ্চম তরাবিহতে হাফেজে কুরআনদের তেলাওয়াতে এ ঘোষণা ওঠে আসবে এভাবে-مَن جَاء بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَن جَاء بِالسَّيِّئَةِ فَلاَ يُجْزَى إِلاَّ مِثْلَهَا وَهُمْ لاَ يُظْلَمُونَযে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না।’

(সুরা আনয়াম : আয়াত ১৬০) আজ পঞ্চম তারাবিহ। সুরা মায়েদার ৮৩নং আয়াত থেকে শেষ পর্যন্ত, সুরা আনআমসহ সুরা আ’রাফের ১১নং আয়াত পর্যন্ত পড়া হবে। আজ কুরআনের অনেক বিধান তেলাওয়াত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন