ভিডিও স্টোরি: প্রিন্স ফিলিপের অন্তিম যাত্রায় কফিনের পাশে হাঁটবেন কারা?
যমুনা টিভি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১৭:৪৪
সদ্য প্রয়াত প্রিন্স ফিলিপের অন্তিম যাত্রায় কফিনের পাশে হাটবেন ডিউক অব এডিনবার্গের ৪ সন্তান এবং দুই নাতি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। নিজের নকশাকৃত ল্যান্ড রোভারে বহন করা হবে প্রিন্সের কফিন।
- ট্যাগ:
- ভিডিও
- শেষকৃত্য
- কফিন
- প্রিন্স ফিলিপ