কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানব জীবনের ৯টি সমস্যা ও কোরআনিক সমাধান

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১৪:৫৮

খোরাসান স্কুলের প্রসিদ্ধ ইব্রাহিম ইবনে আদ্হাম। আর উনার শিষ্য ছিলেন সাকিক আল বালখি। সুদীর্ঘ চল্লিশ বছর শিক্ষা লাভের পর ওস্তাদ ছাত্রের কাছে জানতে চাইলেন- আমি কিছু কি  শিখাতে পারলাম। এই চল্লিশ বছরে তুমি কি শিক্ষা লাভ করলে। সাকিক আল বালখি বলেন- জানিনা, কতটুকু শিখেছি। তবে, নয়টি  সমস্যা বুঝতে পেরেছি। ইব্রাহিম ইবনে আদ্হাম চিন্তিত হয়ে বললেন-  সময়ের বুঝি  নিদারুন অপচয় হলো। আচ্ছা শুনি কি সমস্যা বুঝলে।


১. যতক্ষণ দেহে প্রাণ আছে । ততক্ষণ পর্যন্ত ভালোবাসা আছে। দেহ যখন কবরে চলে যায়- সবচেয়ে আপনজনও আলাদা হয়ে যায়। এটা একটা বিশাল সমস্যা। এই সমস্যা থেকে সমাধানের পথ আমি কোরআনে পেয়ে গেলাম।  আমি সুকর্মকে আপন করে নিলাম। যাতে সবাই আলাদা হয়ে গেলেও এই সুকর্ম কবরে আমার সাথী  হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে