You have reached your daily news limit

Please log in to continue


'দোস্তানা' শেষ কার্তিকের! কঙ্গনা 'শকুন' বললেন KJO-কে

'ভয় পাবেন না কার্তিক', সোশ্যাল মিডিয়ায় করণ জোহরের বিরুদ্ধে ফের সরব কঙ্গনা রানাওয়াত। শুক্রবার ধর্মা প্রোডাকশনের পরবর্তী ছবি দোস্তানা ২ থেকে বাদ পড়েছেন 'পেয়ার কা পঞ্চনামা' খ্যাত তারকা কার্তিক আরিয়ান। বছরখানেক পরে আবারও স্বজনপোষণের তিরে বিদ্ধ হচ্ছেন জোহর। অনেকেই বলছেন, স্টারকিড নন বলেই বাদ আচমকা ছবি থেকে সরিয়ে দেওয়া হল অভিনেতাকে। এবার ওই অভিযোগে সায় দিলেন 'কুইন' খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

করণ বনাম কঙ্গনা। দুই তারকার ডুয়েল বেশ জনপ্রিয় নেট পাড়ায়। 'কফি উইথ করণে'-র বিখ্যাত কাউচ থেকেই বিবাদের সূত্রপাত হয়েছিল। পরবর্তীকালে যা বিরাট আকার নেয়। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেই বচসা তুঙ্গে ওঠে। সে সময় কঙ্গনা করণকে 'খুনি' পর্যন্ত বলেছিলেন। প্রথমদিকে প্রতিবাদ করলেও, পরে একেবারে চুপ ছিলেন জোহর। এমনকী নিজের টুইটার হ্যান্ডেল বন্ধ করার সিদ্ধান্ত নেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন