![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2021/04/17/image-237414-1618633831.jpg)
চালুর প্রথম দিনেই বিমানের বিশেষ ফ্লাইট বাতিল
অবতরণের অনুমতি না পাওয়ায় ও যাত্রী কম থাকায় চালুর প্রথম দিনেই বিমানের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রবাসী কর্মীদের কাজে ফেরত যেতে শনিবার (১৭ এপ্রিল) সকাল ছয়টা থেকে চালু হওয়া ৫ টি ফ্লাইটের মধ্যে ৪ টিই বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বিমানের বিশেষ ফ্লাইটগুলো চলার কথা সৌদি আরবের শহর রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই ও আবুধাবি, ওমানের মাসকাট, কাতারের দোহা ও সিঙ্গাপুরে।