জোটেনি সরকারি গাড়ি, রিকশায় করেই অফিস করেন হাসপাতালের পরিচালক
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা লাভের পর থেকে হাসপাতালের পরিচালকের জন্য কোনো যানবাহন বরাদ্দ দেয়া হয়নি। একই সময়ে প্রতিষ্ঠা পাওয়া মেডিকেল কলেজের অধ্যক্ষের জন্য নিজস্ব গাড়ি থাকলেও বঞ্চিত থাকছেন এ হাসপাতালের পরিচালক।
এ পদে এখন পর্যন্ত মোট ১০ জন পরিচালক দায়িত্ব পালন করেছেন কিন্তু কেউই পরিচালকের জন্য বরাদ্দকৃত গাড়ি পাননি। কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে চলাচল করলেও যাদের নিজস্ব গাড়ি নেই তারা অটোরিকশা, সিএনজি ও বাসে করে যাতায়াত করে থাকেন।