কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধর্মনিরপেক্ষতা বাংলার শিকড়ে, বাংলা তার প্রতি দায়বদ্ধ: অমর্ত্য সেন

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০৬:৩৭

হার্ভার্ডে বসেও তিনি নজর রেখেছেন বাংলার বিধানসভা নির্বাচনের প্রতিটি খুঁটিনাটিতে। আর তাই বাংলার বুকে পঞ্চম দফা ভোটের আগে রাজনৈতিক হিংসা থেকে মেরুকরণের রাজনীতি, প্রাসঙ্গিক সব বিষয় নিয়েই অকপট অমর্ত্য সেন। এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সোজাসাপ্টা নিজের রাজনৈতিক মত তুলে ধরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

মেরুকরণের রাজনীতি নিয়ে যখন এত আলোচনা, তখন অমর্ত্য সেনের বিশ্লেষণ, ধর্মনিরপেক্ষতা বাংলার শিকড়ে রয়েছে, বাংলা তার প্রতি দায়বদ্ধ। আর সেই কারণেই বাংলার ভোটের ময়দানে ধর্মনিরপেক্ষতা ছিল, আছে, থাকবে। কিন্তু একই সঙ্গে নোবেলজয়ীর পর্যবেক্ষণ, যে কোনও রাজ্যে রাজনৈতিক সংগঠনের একটা বড় ভূমিকা থাকে। আর সেই সংগঠনের জোরেই বিজেপির মতো কট্টর হিন্দুত্ববাদী দলও বাংলার ধর্মনিরপেক্ষ মাটিতে সক্রিয় হয়ে উঠেছে। অমর্ত্যের অভিমত, অস্পৃশ্যতা, জাত-পাতের বিভাজনে জেরবার কেরালায় কমিউনিস্ট পার্টি যদি রাজনৈতিক সংগঠনের জোরে সব সম্প্রদায়ের ভোট জিততে পারে, তা হলে অন্য রাজ্যে, অন্য রাজনৈতিক দলগুলির পক্ষেও সেটা সম্ভব। প্রয়োজন শুধু ধর্মনিরপেক্ষতা এবং বিভেদহীনতায় ভরসা রেখে সেই মতাদর্শ প্রতিষ্ঠার কাজ এবং সমাজের সব শ্রেণির মধ্যে সেই মতাদর্শ ছড়িয়ে দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও