![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fvara-20210416194758.jpg)
ভাড়া না দেয়ায় বের করে দিল বাড়িওয়ালা, এগিয়ে এল পুলিশ
কঠোর লকডাউনের আগে হারিয়েছেন অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া চাকরি। করোনাকালে চলে না অন্যান্য কাজ। সব মিলিয়ে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। এরই মধ্যে জমে গেছে তিনমাসের বাড়ি বাড়া। পরে পরিশোধের কথায়ও মানতে নারাজ বাড়িওয়ালা। তাড়িয়ে দিলেন করোনার এই কঠিন সময়ে।
এমন অমানবিক ঘটনা ঘটেছে চট্টগ্রামের লালখান বাজারের দুবাই কলোনিতে। এই ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত ফুটপাতে কাটাতে হয় একটি পরিবারটিকে।