![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/04/16/og/180413_bangladesh_pratidin_Rajshahi_University_copy.jpg)
রাবিতে রাতের আঁধারে লুট হচ্ছে মাটি!
রাতে আঁধারে ঢেকে পড়েছিলো পুরো শহর। অন্ধকারে চারিদিকে ছিলো শুনসান নিরবতা। কেবল কাছের মজসিদগুলো থেকে ভেসে আসছিলো রজমানে তারাবির নামাজের আল্লাহু আকবর শব্দ। কেউ কেউ যখন ইবাদাত বন্দিগিতে মশগুল, তখন একদল মাটি খেকো, লুটতরাজ বাহিনী লুট করছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের মাটি।
ক্যাম্পাসের চৌদ্দপাই এলাকায় রাতের আঁধারেই ঢুকছিলো একের পর এক ট্রাক আর করছিলো লুটপাট। ক্যাম্পাসের পূর্ব এলাকা তখন পরিণত হয়েছিলো যেনো এক লুটতরাজের রাজ্যে।