পাহাড়ে লেবু আনতে গিয়ে হাতির আক্রমণে নারীর মৃত্যু
বাঁশখালী উপজেলায় বন্য হাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন।চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্য হাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। উপজেলার পূর্ব জলদীর বল্লার ঝিরি নামের স্থানে আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুর আয়েশা (৬০)। তিনি উত্তর জলদী নতুন দিঘিপাড় এলাকার মো. ফেরদৌস আলমের স্ত্রী।
স্থানীয় ও নিহত নারীর পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে পাহাড়ে নিজেদের লেবুবাগান থেকে লেবু আনতে যান নুর আয়েশা। ওই স্থান তাঁর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে। এ সময় বন্য হাতির সামনে পড়েন তিনি। হাতিটি শুঁড়ে তুলে তাঁকে আছাড় মারে। হাতি চলে যাওয়ার পর নুর আয়েশাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাহাড়
- মৃত্যুবরণ
- বন্যহাতির আক্রমণ
- লেবু