You have reached your daily news limit

Please log in to continue


প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবারই প্রথম নিজের গল্পে অভিনয় করেছেন। এনটিভিতে প্রচারিত ‘হাউজ নং ৯৬’র বিশেষ সাত পর্বে অভিনয় করছেন তিনি। তানজিন তিশা নিজের গল্প ভাবনায় এই বিশেষ সাতটি পর্বে কাজের মেয়ে আকলিমা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন।

এর আগে তানজিন তিশা’কে কাজের মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা যায়নি বলেও দর্শকেরা তাকে এই চরিত্রে গ্রহণ করেছেন। আকলিমা চরিত্রে তানজিন তিশা’র অভিনয় যেমন অনবদ্য হয়েছে তেমনি হাটা চলা, কথা বলার ধরণ সবকিছু তিশা রপ্ত করে নিয়েই অভিনয় করেছেন। শুধু দর্শকই নয় অনেক নির্মাতা, সহশিল্পীরাও তানজিন তিশার এই চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে বেশ প্রশংসা করছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন