বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশ নিখোঁজ, চুরি বলে সন্দেহ
৪ ফুট লম্বা। কুলোর মতো কান। নস্যি রঙের লোমশ গা। সবুজ ঘাসে খেলে বেড়ালে পাশ দিয়ে যাতায়াত করা লোক দাঁড়িয়ে দু’দণ্ড তাকে দেখে। বিশ্বের সবচেয়ে লম্বা সেই খরগোশটিই হারিয়ে গিয়েছে। ইংল্যান্ডের উরস্টারশায়ারে নিজের আস্তানা থেকে গত সপ্তাহে নিখোঁজ হয়ে যায় খরগোশটি। সন্দেহ, দারিউস নামের ওই খরগোশটিকে চুরি করা হয়েছে।
পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ওয়েস্ট মার্সিয়া পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মনে করা হচ্ছে, খরগোশটিকে তার পালকের বাগান থেকেই চুরি করা হয়েছে। খরগোশটি অনন্য এই কারণে যে, সেটি ৪ ফুট লম্বা। বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশ হিসাবে ইতিমধ্যেই গিনেস রেকর্ডে তার নাম উঠেছে’।