পুলিশ উল্টে রাখছে রিকশা, কি অপরাধে?
রাজধানীর কলাবাগান চেকপোস্ট। লকডাউনের প্রথম দিন। হুট করেই এক রিকশা চালকের ওপর গর্জে উঠলেন একজন পুলিশ সদস্য। কিছু বুঝে ওঠার আগেই উপর্যুপরি কয়েকটি চড়, থাপ্পড় বসিয়ে দিলেন চালকের গালে মুখে! রোদে পুড়ে কালো হওয়া মুখ আঘাতে লাল হয়ে গেলো! হতবিহ্বল দৃষ্টি নিয়ে বোবার মতো তাকিয়ে থাকলেন রিকশাওয়ালা! এক হাতে রিকশার হ্যান্ডেল সামলাচ্ছেন আর অন্য হাত বোতাম খোলা বুকে চেপে ধরে আছেন! রিকশাচালকের চোখ ছলছল! কিছুক্ষণ পর চোখ গড়িয়ে পড়ল জল।
ঘটনাটি কঠোর লকডাউনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) দুপুরের। ঘটনাটির বর্ণনা দিচ্ছিলেন রিকশায় থাকা যাত্রী মেহেরাজ সম্রাট
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে