ঘরোয়া উপায়ে দূর করুন মশা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১৪:৫৪
মশার অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমে মশার উৎপাত বাড়তে থাকে। এর ফলে ছড়ায় মারণ রোগ ডেঙ্গু। মশা দূর করার জন্য বাজারে যেসব স্প্রে বা লিকুইড পাওয়া যায় তাতে অনেকের শ্বাস নিতে সমস্যা হয়। অনেকের আবার গন্ধে সমস্যা হয়। এজন্য মশা দূর করতে ঘরোয়া উপায় বেছে নিন।
রসুন তেল ছড়িয়ে দিন বাড়িতে। রসুন তেল বানাতে কয়েক কোয়া রসুন নিয়ে পানিতে ভালো করে ফুটিয়ে নিন। তারপর সেই জল একটি স্প্রে বোতলে নিয়ে ভালো করে ঘরের কোণায় ছড়িয়ে দিন। রসুনের গন্ধে মশা আসবে না ঘরে।