You have reached your daily news limit

Please log in to continue


জুন থেকে গুগলের যে সেবার ধরন বদলে যাচ্ছে

এতদিন স্মার্টফোনের স্টোরেজ স্পেস শেষ হয়ে গেলেও ভরসা ছিল গুগল ফটোসের উপর। সেখানে বিনামূল্যে ছবি, ভিডিও স্টোর করে রাখা যেত ৷ কিন্তু এবার আর সেই উপায় থাকছে না ৷ কারণ ২০২১ সালের ১ জুন থেকে গুগল তাদের গুরুত্বপূর্ণ সেবা গুগল ফটোসের নিয়ম পরিবর্তন করছে।

নতুন নিয়ম অনুসারে গুগল ফটোসেরর ইউজারেরা তাদের প্রত্যেকের গুগল অ্যাকাউন্ট অনুযায়ী, ১৫ জিবির বেশি আর স্টোরেজ ব্যবহার করতে পারবেন না। গুগল ডকস থেকে শুরু করে সিটস, স্লাইডস, ড্রয়িং, ফরম এমনকী জ্যামবোর্ড ডেটাও কাউন্ট করা হবে এই স্টোরেজের মধ্যেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন