![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বাংলাদেশের কৃষক উদ্যমী ও সৃজনশীল। হরিধান আমাদের কৃষকেরই আবিষ্কার। যে পদ্ধতিতে কৃষিপণ্য চাষ করলে বেশি ফলন পাওয়া যায়, সেই পদ্ধতি অনুসরণ করতে কৃষকেরা মোটেই কুণ্ঠিত নন।
এ রকমই একজন কৃষক হলেন খুলনার বটিয়াঘাটার তারেক মাহমুদ। প্রতিবছর রবিশস্যের মৌসুমে জমি ইজারা নিয়ে তরমুজ চাষ করেন তিনি। এবার চাষ মৌসুম শুরু হওয়ার আগে এই কৃষক খুলনা মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণাকেন্দ্রে গিয়ে দেখেন, প্রতিষ্ঠানটি মালচিং পদ্ধতিতে মিষ্টিকুমড়ার চাষ করেছে।