এক ব্যতিক্রমী বরযাত্রা

পূর্ব পশ্চিম কমলাপুর রেলওয়ে স্টেশন প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১১:২৫

বিক্ষিপ্ত মন ভাবনা অকারণ' বিষয়টা কিছুটা মেনেই ছোটোপুত্র অর্নবের বিবাহ অনুষ্ঠানের অজস্র অনুষঙ্গ পাঠক বন্ধুদের সাথে শেয়ার করাটা বেশ বিলম্বিত হয়ে গেলো বুঝতে পারছি। তদুপরিও বিষয় বিন্যস্ততা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় এর প্রলম্বিত পরিপূর্ণ আবেদন অনস্বীকার্যই বলা চলে। গত ৪ ফেব্রুয়ারি, রাত দ্বিপ্রহরের শেষভাগে ঢাকা- চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন ‘তূর্ণা নিশীথায়’ ব্যতিক্রমি- নিসর্গপ্রেমি, আগ্রহী সাহসী কিছু স্বজন পরিজন-বন্ধু-শুভার্থীদের সহযোগীতায়' বরযাত্রার শুভ সূচনা হয়েছিলো কর্ণফুলী বিধৌত বন্দরনগরী চট্টলার পথে।


মধ্যরাতের প্রায় নিস্তব্ধ কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্ম, উপচে পড়া বিজলি বাতির ঝকঝকে মসৃণ আলোয় অতি উৎসাহী বরযাত্রীদের একাংশ ট্রেন ছাড়ার ঠিক মিনিট কয়েক আগে ঝটপট নেমে যে যেভাবে পেরেছে ফটোশুটের ক্লিক - ক্লিকেই সময়টা ধরে রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও