তপনের তাপ কমানোর চাপ
বিষয়টি হলো—সূর্যের তেজ কমাও। অর্থাত্—ডিম দি সান। গ্রীষ্মকালে সূর্যের দাপটের কথা কে না জানে; কিন্তু কীভাবে কমানো সম্ভব হবে সূর্যের তেজ? জানালায় ভারী পর্দা লাগিয়ে বা ভেজা জামাকাপড়-গামছা ইত্যাদি ঝুলিয়ে গরম হাওয়াকে ফিল্টার করে ঘরের ভেতরে শীতল হাওয়া ঢোকানো, অথবা ‘এসি’ লাগিয়ে ‘প্রিমিটিভ’ ব্যবস্থাকে আরো জোরদার করার কথা ভাবছেন? না, সেরকম কিছু নয়! বরং আমরা নতুন একটি প্রযুক্তির কথা আজকে বোঝার চেষ্টা করব। এটি হলো নবমার্গের প্রযুক্তি। পোশাকি নাম ‘জলবায়ু প্রকৌশল’ বা ‘ক্লাইমেট ইঞ্জিনিয়ারিং’।
জলবায়ু প্রকৌশলের সাদামাটা অর্থ হলো বুদ্ধি-বিবেচনা প্রসূত লাগসই আইডিয়া দিয়ে বিস্তৃত পরিসরে পৃথিবীর প্রাকৃতিক জলবায়ু-সিস্টেমে হস্তক্ষেপ করো এবং প্রাকৃতিক জলবায়ু-সিস্টেমকে আমাদের সুবিধা মতো করে নাও। এই মুহূর্তে পশ্চিমা জগতে অত্যন্ত আলোচিত উদ্বেগের বিষয়টি হলো—‘বৈশ্বিক উষ্ণায়ন’ বা ‘গ্লোবাল ওয়ার্মিং’।
- ট্যাগ:
- মতামত
- জলবায়ু পরিবর্তন
- গ্রীষ্মকাল