![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2021/04/16/image-237154-1618546527.jpg)
মহামারিতে বন্ধ নেপালের পর্যটন, এতেই রেকর্ড পরিমাণ গণ্ডারের জন্ম
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ নেপালের পর্যটন খাত। যা ফলদায়ক হয়েছে সেখানকার এক শিং বিশিষ্ট গণ্ডারগুলোর জন্য। গত ২০ বছরের হিসেবে দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক গণ্ডার অবস্থান করছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর বরাতে জানা যায়, বর্তমানে নেপালের চার জাতীয় চিড়িয়াখানায় মোট গণ্ডার আছে ৭৫২টি। ২০১৫ সালে এই সংখ্যা ছিলো ৬৪৫টি। ২০০০ সাল পর্যন্ত অর্থাৎ গত ২০ বছরে এক শিং বিশিষ্ট গণ্ডারের সংখ্যা ৬৫০ অতিক্রম করেনি। সেই সংখ্যা থেকেও ১০০টি গণ্ডার বেশি থাকার বিষয়টি ইতিবাচক বলে জানিয়েছে নেপালের চিড়িয়াখানা কর্তৃপক্ষ।