অতিরিক্ত মুনাফাখোরির শিকার হচ্ছে সাধারণ মানুষ
একই দিনে দুটো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবরের কথা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এর একটির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং অন্যটির ওপর সিদ্ধান্ত নিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর।
কমিশন সিদ্ধান্ত নিয়েছে এলপি গ্যাসের মূল্যের ওপর; আর অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে ছয়টি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যের ওপর। বলা বাহুল্য, এলপি গ্যাস এবং ছয়টি ভোগ্যপণ্যের সব কটিই সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জন্য একান্ত প্রয়োজনীয়।
দেখা যাচ্ছে, ‘এনার্জি কমিশন’ এলপি গ্যাসের দাম বেসরকারি খাতের জন্য করেছে ৯৭৫ টাকা। রান্নায় ব্যবহৃত ১২ কেজি এলপি গ্যাস বেসরকারি খাতের ২০টি কোম্পানি বাজারে বিক্রি করবে ৯৭৫ টাকায়। আর যানবাহনে প্রতি লিটার বিক্রি হবে ৪৭ টাকা ৯২ পয়সায় (দুই পয়সা কোথায় পাওয়া যাবে?)।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে