কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পোশাক খাত : বিশ্ববাজারের ৭০% পলিস্টারের দখলে, মেলে না সহায়তা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০৯:০৩

বিশ্ববাজারে বস্ত্র ও পোশাক শিল্পখাত দুই ভাগে বিভক্ত। এক ভাগ প্রাকৃতিক আঁশ তথা কটন সূতা এবং অন্য ভাগ কৃত্রিম আঁশ তথা ম্যান মেড ফাইবার (পলিস্টার/নাইলন/ভিসকোস ইত্যাদি) সূতা দিয়ে তৈরি কাপড়ের ওপর নির্ভরশীল।


ঐতিহাসিকভাবে বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাত প্রাকৃতিক আঁশ তথা কটন সূতা নির্ভর। কিন্তু বিশ্ববাজারে বস্ত্র ও পোশাক খাতের একটি বড় পরিবর্তন ঘটেছে গত ১০ বছরে। সেটা হলো, বস্ত্র ও পোশাকের বাজার এখন ৭০ শতাংশ দখল করে আছে কৃত্রিম সূতা (পলিস্টার) বা ম্যান মেড ফাইবার দিয়ে তৈরি কাপড়। আর ৩০ শতাংশ কটন সূতা দিয়ে তৈরি কাপড়ের দখলে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও