
প্রকল্পই যখন লক্ষ্য
বাংলাদেশ ভারি মজার দেশ। এখানে নানান আজব আজব কাণ্ড হয়। এই যেমন করোনা বীভৎস আকার ধারণ করতেই হঠাৎ দেখি খবরে বলছে এক হাসপাতাল নাকি ‘উধাও’ হয়ে গেছে। বাংলাদেশে মানুষ উধাও হয়, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার উধাও হয়, রাস্তা উধাও হয়, সরকারি দলের বিরুদ্ধে মামলা উধাও হয়, ব্যাংক-শেয়ার বাজার, এমনকি দেশ থেকেও টাকা উধাও হয়; তবে জীবন-মরণের নির্ণায়ক হাসপাতাল মহামারির সময় উধাও হওয়ার নজির বিশ্বেই বোধ করি প্রথম।