দান আল্লাহর কাছে প্রিয় ইবাদত। তারপরও মহান আল্লাহ এ মর্মে ঘোষণা দেন যে, কখনও কল্যাণ পাবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করবে। আর তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন।’ মসজিদে মসজিদে এ ঘোষণা মাধ্যমে হাফেজে কুরআনগণ আজকের তৃতীয় তারাবিহ শুরু করবেন।
আজ তৃতীয় তারাবিহ পড়া হবে। সুরা আল-ইমরানের ৯২ আয়াত থেকে সুরা নিসার ৮৭ আয়াত পর্যন্ত পড়া হবে। সুরা আল-ইমরানের ৯২ নং আয়াতে মহান আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে প্রিয় বস্তু তার পথে ব্যয় করার নির্দেশ দেন এভাবে-لَن تَنَالُواْ الْبِرَّ حَتَّى تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ وَمَا تُنفِقُواْ مِن شَيْءٍ فَإِنَّ اللّهَ بِهِ عَلِيمٌকখনও কল্যাণ পাবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করবে। আর তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন।’