'ময়মনসিংহে আমাদের একটা কাপড়ের দোকান ছিল'
হুগলি/গঙ্গা তীরের কলকাতাবাসী বিশিষ্ট কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায় আদিতে বাংলাদেশের পদ্মা তীরের বিক্রমপুরের বাঙালি হলেও জন্মগ্রহণ করেন ব্রহ্মপুর তীরের ময়মনসিংহে। ময়মনসিংহে তাদের ছিল কাপড়ের ব্যবসা। বাংলা নববর্ষের কথায় সেসব স্মৃতি তিনি সবিস্তারে উপস্থাপন করেছেন মিডিয়ায়। পাঠকদের জন্য প্রাসঙ্গিক অংশ বিশেষ এখানে উপস্থাপিত হলো।
শীর্ষেন্দু জানাচ্ছেন, 'পয়লা বৈশাখ হল পয়লা বৈশাখ। এর আবেগই আলাদা। নতুন বাংলা বছরের শুরু, নববর্ষের সূচনা আমবাঙালির কাছে এখনও কল ফর এ সেলিব্রেশন।