কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘গুমের’ ঘটনায় মেক্সিকোতে ৩০ সেনা গ্রেপ্তার

প্রথম আলো মেক্সিকো প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ০৭:৩৭

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য টামাউলিপাসে বিপুলসংখ্যক মানুষ গুমের ঘটনায় ৩০ জন নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। প্রসিকিউটররা জানান, রাজ্যটির নুয়েভো লোরেডো শহরে নৌবাহিনী মোতায়েনের পর এ গুমের ঘটনা ঘটে।


মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে মেক্সিকো সরকার যুদ্ধ শুরু করলে ২০০৬ সাল থেকে প্রায় ৮৫ হাজার মানুষ গুম বা নিখোঁজ হন। অধিকাংশ ঘটনার পেছনে আছে একাধিক অপরাধী চক্র, তবে অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকেও দায়ী করা হয়।    


মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে গুম বা নিখোঁজের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সদস্যদের গ্রেপ্তারের সবচেয়ে বড় ঘটনা এটি। এটি দেশটির নৌবাহিনীর জন্য বড় একটি ধাক্কা। মেক্সিকোর সবচেয়ে বিশ্বস্ত বাহিনী হিসেবে দেখা হয় একে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও