![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fbac6b3b5-6ea0-4bdd-9867-46fc5be3243c%252Fb11dcc30-3ed4-46f9-9830-9226e580071c.jpg%3Frect%3D0%252C110%252C497%252C261%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শিগগিরই না-ও খুলতে পারে অস্ট্রেলিয়ার সীমান্ত
অস্ট্রেলিয়ার সব বাসিন্দার করোনাভাইরাসের টিকা দেওয়া হলেও দেশটির আন্তর্জাতিক সীমান্ত শিগগির খোলা না-ও হতে পারে। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট।
সীমান্ত বন্ধ থাকার মেয়াদ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পুরো দেশ টিকা গ্রহণ করলেও সীমান্ত খুলে দেওয়া হবে, এর কোনো নিশ্চয়তা এখনো দেওয়া যাচ্ছে না। কেননা আমাদের টিকা নিয়ে বেশ কিছু ব্যাপার খতিয়ে দেখার এখনো বাকি। টিকা কত দিন কার্যকর থাকে, কেবল সময় পেরোলেই এটা বলা যাবে। এ ছাড়া গোটা বিশ্বের সংকট না কাটলে আমরা সীমান্ত খুলে দিতে পারব না।’