করোনা সংক্রমণ রোধে হাসপাতালে রোগীর চাপ কমাতে বাগেরহাটে ব্যতিক্রমী এক স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। এর আওতায় ফোন করলে সেবা দিতে চিকিৎসক যাবেন রোগীর বাড়ি। বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ এই উদ্যোগ নিয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের ০১৭৩০৩২৪৭৯৩ এই নম্বরে ফোন করলে চিকিৎসক রোগীর বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসবেন।