ভারতে মাধ্যমিক পরীক্ষা বাতিল, স্থগিত উচ্চ মাধ্যমিক
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় এই বছরের মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে দেশটির সরকার। একই সঙ্গে স্থগিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও।
বুধবার (১৪ এপ্রিল) দেশটির শিক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। ভারত সরকারের এই ঘোষণার আওতায় পড়েছে প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী। এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।