লকডাউনে কম দামে মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্যোগ
লকডাউনের মধ্যে পিকআপ ভ্যানে করে সাধারণ মানুষের মধ্যে কম দামে মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে শরীয়তপুর প্রাণিসম্পদ বিভাগ। আজ বুধবার সকাল থেকে জেলা শহরে এ কার্যক্রম শুরু হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ব্রয়লার মুরগি ক্রয় করার মাধ্যমে সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার রায়, জেলা পোলট্রি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সামাদ প্রমুখ।