করোনার সংক্রমণ ঠেকাতে বগুড়ায় খোলা জায়গায় বাজার
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় বগুড়া শহরের প্রধান কয়েকটি খুচরা বাজার খোলা জায়গায় করার সিদ্ধান্ত হয়েছে। বাজার কমিটি ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে জেলা প্রশাসন শহরের কয়েকটি বাজার অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৪ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে বগুড়া শহরের ফতেহ আলী বাজার, রাজাবাজার, চাষীবাজার, রেলওয়ে বাজার, সাতমাথা থেকে সার্কিট হাউস মোড় সড়কে জিলা স্কুল ও শহীদ খোকন পার্কের দুই পাশে এবং সার্কিট হাউসের সামনে থেকে নওয়াববাড়ি সড়কের দুই পাশে কাঁচাবাজার, মাছ, মুরগির দোকান বসেছে।