কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রমনার বটমূলে বোমা হামলা : হাইকোর্টে শুনানির অপেক্ষায় হত্যা মামলা

জাগো নিউজ ২৪ হাইকোর্ট প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ১৪:৪৭

দুই যুগ আগে রমনার বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাটি দীর্ঘদিন ঝুলে থাকার পর আপিল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্ট) উঠেছিল গত ১৪ মার্চ। তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরে আবারও মামলাটির শুনানি পিছিয়েছে। ওইদিন শুনানি না করে আগামী ৩০ মে পরবর্তী দিন ঠিক করেছেন হাইকোর্ট।


রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটি শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করে আদেশ দেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান তখন জাগো নিউজকে বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের (১৪ মার্চ) জন্য প্রকাশিত সংশ্লিষ্ট আদালতের মামলাটি শুনানির জন্য ছিল। কিন্তু আমরা রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করি। তার কারণ তখন অ্যাটর্নি জেনারেল বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। আদালতকে বিষয়টি জানিয়ে সময় আবেদন করলে আদালত রমজানের ঈদের পরে অর্থাৎ ৩০ মে দিন ঠিক করে দেন।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও