![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F8136e7aa-0321-441e-a89e-ce38a178e4f7%252Fsunamgonj.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
গ্রামে হঠাৎ শিয়ালের হানা, কামড়ে আহত ৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া দুই কৃষকের ১০টি গবাদিপশু শিয়ালের কামড় আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে হঠাৎ মেঘারকান্দি গ্রামে কয়েকটি শিয়াল হানা দেয়। রাত আটটার দিকে গ্রামের বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না রানী দাস ঘরের পেছনে টয়লেটে গেলে একটি শিয়াল তাঁর পায়ে কামড় দেয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আহত
- কামড়
- গ্রামাঞ্চল
- শেয়াল