![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x0x1%2Fuploads%2Fmedia%2F2017%2F09%2F17%2F0cfa38f2b868f23059b18a4049ea8660-59be259bb2366.jpg)
বাংলা নববর্ষ, সংস্কৃতি ও রাজনীতি
ধর্মজাতপাত নিয়ে সম্রাট আকবরের কোনও গোঁড়ামি ছিল না, বরং খাঁটি অসাম্প্রদায়িক। ইতিহাস তা-ই বলে। কিন্তু ইদানীং ভারতের কিছু অঞ্চলে, কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী দল সম্রাট আকবরকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। গত বছর কলকাতা থেকে একজন ফোনে জানান, করোনাভাইরাসের কারণে এ বছর শহরে পহেলা বৈশাখ, নববর্ষ ঢিলেঢালা, জমজমাট নয়। প্রসঙ্গত এও বললেন, একদল কট্টর হিন্দুত্ববাদী ফতোয়া দিচ্ছে, বাংলা নববর্ষের প্রবর্তক আকবর, তিনি মুসলিম, অতএব সাচ্চা হিন্দুর উচিত বর্জন।