সর্বজনীন উৎসব
বাংলা নববর্ষ এদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ উদযাপনের যে গণভিত্তি তার শিকড় সুদূর অতীতে প্রোথিত। এই উৎসবের সংযোগ আমাদের অস্তিত্ব আর অনুভূতির সঙ্গে জড়িত এবং এটি আমাদের সাংস্কৃতিক মিলন ক্ষেত্র।
বাংলা নববর্ষ উৎসব বাঙালির মানস চেতনার দিগ্বলয়। বাঙালির মানস ভুবনে বাংলা নববর্ষ দীপ্ত চেতনায় শাণিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব বাঙালিকে ঐক্যসূত্রে গেঁথে রাখে। গত কয়েক বছর ধরে বাংলা নববর্ষে ভারত-বাংলাদেশের দুই সীমান্তে কাঁটাতারের বেড়ার এপারে-ওপারে দুই দেশের বাঙালি এক হয়ে মিলন মেলার আয়োজন করে।
- ট্যাগ:
- মতামত
- পহেলা বৈশাখ
- বাঙালির সংস্কৃতি