![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fctg-20210414124733.jpg)
সচল রয়েছে আখাউড়া স্থলবন্দর
করোনা প্রতিরোধে দেশব্যাপী ঘোষিত লকডাউনেও সচল রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।বন্দর দিয়ে ব্যবসায়ী ও চিকিৎসা ভিসার যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
তবে বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, বৃহস্পতিবার ভারতে পহেলা বৈশাখ ও পরদিন শুক্রবার থাকায় এ তিনদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।