পেট্রল-ডিজেলের ইন্ধনে কেন্দ্রের পরোক্ষ কর আদায় বেড়েছে ১২%
করোনা কালে পেট্রল-ডিজেলের ওপর লিটার পিছু যথাক্রমে ১৩ টাকা ও ১৬ টাকা করে শুল্ক বাড়িয়ে দেয় কেন্দ্র। তার ফলে ২০২০-২১ অর্থবছরে পরোক্ষ কর খাতে কেন্দ্রের মোট রাজস্ব আদায় ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ১২% বেড়েছে!
মোট জিএসটি আদায় আগের বছরের তুলনায় কম হওয়া সত্ত্বেও ২০২০-২১ অর্থবছরে পরোক্ষ কর খাতে কেন্দ্রের মোট ১০.৭১ লক্ষ কোটি টাকা আদায় হয়েছে বলে কেন্দ্রীয় পরোক্ষ কর পর্ষদ (সিবিআইসি) জানিয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ডিজেল
- পরোক্ষ কর
- পেট্রোল