কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেশে হঠাৎ পাক ধরলে

প্রথম আলো প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০৮:০৭

বয়সের আগে চুল ধূসর হয়ে যায় কেন? কোনো রোগের প্রভাবে কি চুল সাদা হতে পারে? করোনাকালের পরিবর্তিত পরিস্থিতি কি চুল দ্রুত ধূসর হয়ে যাওয়ার জন্য দায়ী? ধূসর বা সাদা হয়ে যাওয়া চুল নিয়ে এমন নানান প্রশ্ন থাকতে পারে অনেকের মনে। বয়সের সঙ্গে সঙ্গে একসময় চুল ধূসর বা সাদা হয়ে আসবে। এই সত্য মেনে নিতেই হবে। কিন্তু সেই বয়সে যাওয়ার আগেই যদি চুল ধূসর হয়ে আসে, তার পেছনে থাকতে পারে নানান কারণ। যদিও নির্দিষ্ট কোনো একক কারণকে এমন সমস্যার জন্য দায়ী করা চলে না বলেই জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের অধ্যাপক হরষিত কুমার পাল।


সম্ভাব্য কারণ


ত্বকের রঙের তারতম্যের কারণ যেমন মেলানিন নামক একটি রঞ্জক পদার্থ, তেমনি চুলের রঙের তারতম্যের কারণও এই মেলানিন। চুলের ফলিকল পর্যন্ত মেলানিন পৌঁছাতে গন্ডগোল হলে চুল ধূসর হয়ে আসতে পারে। বংশগত কারণেও এ রকম হতে পারে। আবার পরিবেশগত কারণ, বিভিন্ন পুষ্টি উপাদানের অভাব (বিভিন্ন ভিটামিন, আয়রন, জিংক, কপার, সেলেনিয়াম প্রভৃতি), শরীরের জন্য ভালো কোলেস্টেরলের (এইচডিএল কোলেস্টেরল) কমতি, থাইরয়েড হরমোনের কমতি (ঘাটতি নয়, অর্থাৎ হরমোনের মাত্রা স্বাভাবিক পরিসরে থাকলেও তা একটু কমের দিকে থাকা) হতে পারে এমন কিছু বিষয়। মানসিক চাপও চুল পাকার (সাদা হওয়া) পরোক্ষ কারণ হতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদি কোনো রোগে ভুগলে, মদ্যপানের অভ্যাস থাকলে কোনো কোনো ব্যক্তি এমন সমস্যায় পড়তে পারেন। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও চুলের বর্ণ বদলে যেতে পারে। তবে চুল ধূসর হওয়ার নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তাই এসব কারণের কোনো একটি কারণকে সম্পূর্ণভাবে দায়ী করার সুযোগ নেই। করোনাকালের পরিবর্তিত জীবনধারাও যে একটা সম্ভাব্য কারণ হতে পারে না, তা নয়। তবে এ–সংক্রান্ত বৈজ্ঞানিক অনুসন্ধান এখনো শোনা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও