![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpresident-abdul-hamid-20210414083400.jpg)
বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন : রাষ্ট্রপতি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০৮:৩৪
বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীকে নববর্ষর শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেছেন, অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনে সর্বক্ষেত্রে আমাদের ঐক্যকে আরও সুসংহত করবে। সব অশুভ ও অসুন্দরের ওপর সত্য ও সুন্দরের জয় হোক। ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক, নতুন বছর নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি- এ প্রত্যাশা করি।