নববর্ষের চেতনায় দূর হোক মহামারি
পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল আমাদের নববর্ষ। টি এস এলিয়টের ভাষায় ‘এপ্রিল নিষ্ঠুরতম মাস’, করোনার প্রাদুর্ভাব এই এপ্রিলেই ভয়ংহর হয়ে উঠেছে। আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ভাঙতে শুরু করেছে ২০২১ সালের এ মাসে। তবে এই এপ্রিল আমাদের বৈশাখী উত্সবের মাস—খররৌদ্র আর তীব্র ঝড়ের মাস। বৈশাখকে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছিলেন ‘মোহন ভীষণ বেশে’, দেখেছিলেন ‘অতলের বাণী খুঁজে পাওয়া মৌনী তাপসরূপে’।