![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Feb5f4612-5160-4e2f-bbba-ddca0273bd1e%252F035014_01_02.jpg%3Frect%3D0%252C0%252C4372%252C2295%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বাবরকে এবার কোহলির কাছ থেকে শিখতে বলা হলো
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের নিজেদের একটা আলোচনা সভায় বসার সময় বোধ হয় হয়ে এল। পাকিস্তান ক্রিকেটে ব্যাটসম্যানের বেশ খরা যাচ্ছে এখন। টি-টোয়েন্টি বা ওয়ানডেতে তবু কাজ চালিয়ে নেওয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছে দলটি। কিন্তু তিন সংস্করণেই আস্থা রাখা যায়, দলে এমন ব্যাটসম্যান মাত্র একজন—বাবর আজম। দলটিতে বিশ্বমানের ব্যাটিং শুধু অধিনায়কের কাছ থেকেই পাওয়া যায়।
পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দুদিন পরপরই তাই বাবরের হয়ে ঢোল পেটান। এ কারণে শীর্ষে থাকা ব্যাটসম্যানের সঙ্গে তুলনা করে বাবর কত ভালো, সেটা প্রমাণের চেষ্টায় নামেন। ফুটবলে যেমন নতুন কোনো তারকা এলেই লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করে অবস্থা বোঝানো হয়।