You have reached your daily news limit

Please log in to continue


নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অংশ: রওশন এরশাদ

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলা নববর্ষ একান্তই আমাদের জাতিসত্ত্বার অংশ। বাঙালির জীবনে বছরে একবারই আসে এমনদিন। আমাদের বর্ষবরণের বড় বৈশিষ্ট্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উৎসব। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, নববর্ষ এসেছে এমন এক সময়ে যখন বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ মহামারি হিসেবে দেখা দেওয়া করোনাভাইরাসের সংক্রমণ, বিস্তার ও মৃত্যু নিয়ে আতঙ্কিত। পরিণতি এতটাই ভয়াবহ যে, ঘরের বাইরে বের হওয়ার পথ হয়ে গেছে রুদ্ধ কারণ তা ঝুঁকিপূর্ণ। এই আতঙ্কময় কোভিড-১৯ এর কবল থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে নিজ ঘর থেকেই সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন