![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F9e2ab981-4686-4a1f-95c7-5e28c7c31c99%252Fba97e6113c5.png%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পুরুষের লাশ হয়ে গেল নারী
২০১৯ সালের অক্টোবরে যমুনা নদী থেকে লুঙ্গি ও পাঞ্জাবি পরা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায় সিরাজগঞ্জের সদর থানার পুলিশ। লাশ শনাক্তে ডিএনএর নমুনা সংরক্ষণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া নমুনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ল্যাবরেটরিতে (ডিএনএ ব্যাংক) পাঠায় জেলা পুলিশ।
কিছুদিন পরে ডিএনএ ল্যাবরেটরি থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয় লাশটি একজন নারীর। অথচ বাহ্যিক সব রকম শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী লাশটিকে ‘পুরুষ’ হিসেবেই মামলার সব কাগজে উল্লেখ করে পুলিশ। এ নিয়ে বিভ্রান্তি দেখা দিলে একাধিকবার ডিএনএ সংগ্রহ করে পরীক্ষা করা হয়। প্রতিবারই তা নারীর বলে প্রতিবেদন আসে। এ বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে