বাড়তি ভাড়ায় ছোট গাড়িতে করে ভিড় বাড়ছে পাটুরিয়া ঘাটে

প্রথম আলো পাটুরিয়া ফেরিঘাট প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১৩:০৬

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেওয়া লকডাউনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এ কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের চাপ বেড়েছে। এতে ফেরিতে গা ঘেঁষে যাত্রীরা পদ্মা পার হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা বা স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কা করছে না তারা। এতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের মতো ছোট যানে করে যাত্রীরা এসে পাটুরিয়া ঘাটে জড়ো হচ্ছে। এরপর তারা পদ্মা নদী পাড়ি দিচ্ছে। অতিরিক্ত গাড়ি ও যাত্রীর চাপে ফেরি পারাপারে হিমশিম অবস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি)। এর সঙ্গে পণ্যবাহী গাড়ির চাপ তো আছেই। অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিগত গাড়ি পার করায় ঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবোঝাই গাড়ি আটকে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও