ধর্মান্ধতা কেন টিকে থাকে
কবি সমর সেন তার এক লেখায় 'বাধ্যতামূলক হতাশা' শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন। আমাদের সমাজে বিভিন্ন প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক সংগ্রাম আমরা দেখেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণযুদ্ধের মাধ্যমে যখন বেশির ভাগ মানুষ প্রত্যাখ্যান করেছিল সাম্প্রদায়িক মনোভাব। অথচ তার পরেও যখন এই সমাজে টিকে থাকে ধর্মান্ধতা, তখন সমর সেনের বলা কথাটিই মনে পড়ে। যত প্রগতিবাদী আন্দোলনই এখানে হোক না কেন, ধর্মান্ধতা টিকে থাকতে দেখার হতাশা কি আমাদের সমাজে বাধ্যতামূলক?
- ট্যাগ:
- মতামত
- গণতন্ত্র
- রাজনৈতিক সংকট
- ধর্মান্ধতা