আবার চালু হলো অবৈধ ইটভাটা

প্রথম আলো পরিবেশ অধিদপ্তর, ঢাকা সম্পাদকীয় প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১০:৩৭

কম করেও পাঁচটি নিয়ম ভঙ্গ করেছে ভোলার মাওয়া ব্রিকস। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা খুলেছে তারা। ভাটা খোলার জন্য জেলা প্রশাসনের কাছ থেকে লাইসেন্স নিতে হয়, সেটাও তাদের নেই। অত্যাবশ্যকীয় লাইসেন্স ছাড়া ইট তৈরির কোনো সুযোগই নেই। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে লাইসেন্স ছাড়া ইটভাটা খোলার শাস্তি অনধিক এক বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।


ইটভাটা খোলা বা চালু রাখার আরেকটা আবশ্যিক শর্ত হলো এর প্রযুক্তি হতে হবে পরিবেশবান্ধব, থাকতে হবে উন্নত চিমনি। কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধঘোষিত স্থায়ী ড্রাম চিমনিতে গাছ পুড়িয়েই ইট তৈরি করে চলছে মাওয়া ব্রিকস। পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বসতির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা করা যাবে না; কৃষিজমিতে ইটভাটা স্থাপনও অবৈধ। অথচ মাওয়া ব্রিকসের চারপাশেই ধানখেত, আর অদূরেই বসতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও