![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fitaly-20210413101023.jpg)
ইতালিতে রমজান শুরু, বিধিনিষেধ মেনে তারাবি
এ বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইতালিতে ১৩ এপ্রিল (মঙ্গলবার) প্রথম রোজা শুরু হয়েছে। স্থানীয় ঘোষণা অনুযায়ী, ইতালিসহ একই দিনে ইউরোপের অন্যান্য দেশে থাকা মুসলমানরা রোজা রাখতে পারবেন।
এ বছর পুরোপুরি গ্রীষ্ম শুরু হওয়ার আগেই রমজান শুরু হলো। গতকাল ইতালির বিভিন্ন মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে করোনা পরিস্থিতির কারণে সবই সীমিত পরিসরে করা হচ্ছে।